BPGHS DEBATE CLUB

  Programme of ICT,Labratory and Skills Developement (PILSD)




এই প্রকল্পটির অধিনে ৬০০+ শিক্ষার্থী প্রতিদিন আইসিটি ও স্কিল ডেভেলপমেন্ট শিক্ষা পায়। প্রতিটি কোর্স অধ্যায়ন শেষে আবার তাদের মাঝে কোর্স মূল্যায়নের ব্যবস্থা করা হয়। এই প্রকল্পটিতে ১০ টি যুগান্তকারী সফটওয়্যার কোর্সকে আওতাভুক্ত করা হয়েছে এবং সংগঠণটি বিনামূল্যে এসব কোর্স শিক্ষার্থীদের নিয়মিতভাবে দিয়ে থাকে। এছাড়াও প্রকল্পটি বিভিন্ন আইসিটি অলিম্পিয়াড ও প্রতিযোগীতার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
                                                        
   Progeamme Of Debate, Speaking and Skill Developement (PDSSD)



এই প্রকল্পটির অধিনে ৬০০+ শিক্ষার্থী প্রতিদিন কমিউনিকেশন হ্যাকস,টিম ম্যানেজমেন্ট,বক্তৃতা, বিতর্ক,উপস্থাপনা, প্রকল্প পরিচালনাসহ বিভিন্ন দক্ষতামূলক কোর্স সম্পর্কে শিক্ষা অর্জন করছে যা নিচে উল্লেখিত রয়েছে। প্রতিটি কোর্স অধ্যায়ন শেষে আবার তাদের মাঝে কোর্স মূল্যায়নের ব্যবস্থা করা হয়। এই প্রকল্পটিতে ১০ টি যুগান্তকারী দক্ষতা ও আত্নন্নোয়ন সম্পর্কিত কোর্সকে আওতাভুক্ত করা হয়েছে এবং সংগঠণটি বিনামূল্যে এসব কোর্স শিক্ষার্থীদের নিয়মিতভাবে শিখিয়ে থাকে। এইসব কোর্স অধ্যায়ন করে শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিযোগীতাগুলোতে অংশগ্রহণ করে বিপুল পুরস্কার ও সন্মান কুড়িয়েছে। এছাড়াও প্রকল্পটি প্রতিবছর বিতর্কসহ বিভিন্ন বার্ষিক প্রতিযোগীতার আয়োজন করে এবং পুরষ্কার বিতরণ করে থাকে। এইবছরই প্রকল্পটি ২০+ বিদ্যালয়কে নিয়ে বিভিন্ন আন্ত;স্কুল প্রতিযোগীতার প্রস্তুতি চালাচ্ছে।
                                                        
 Programme Of Magazine, Literature and Library (PMLL)



এই প্রকল্পটির অধিনে ১০০০+ বইবিশিষ্ট একটি লাইব্রেরী প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ছাঁয়াতলে আনা সম্ভব হয়েছে। এতে করে ৫০০+ শিক্ষার্থী প্রতিদিন বিনামূল্যে বিভিন্ন গল্প,উপন্যাস,প্রবন্ধ ও ম্যাগাজিন পড়ার সুযোগ পেয়েছে। এছাড়াও এই প্রকল্পটির অধিনে শিক্ষার্থীদের লেখা বিভিন্ন গল্প,উপন্যাস ও গবেষণা প্রবন্ধ মাসিক ও বার্ষিক সময়িকী তৈরি করে প্রকাশের প্রচেষ্টা চলছে। এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সেচ্ছাসেবী শিক্ষার্থীদের নিয়ে একটি প্রকল্প পরিচালনা কমিটি গঠণ করা হয়েছে।
                                                                                   
  Organization Of Student Help Desk (OSHD)



এই প্রকল্পটির কার্যক্রম স্কাউট বা বিএনসিসির মতো বলা যেতে পারে। এই প্রকল্পটির অধিনে বিপুল সংখ্যক শিক্ষার্থী যেকোনো বিদ্যালয়ের কোনো ইভেন্ট,কার্যক্রম,পরীক্ষা এমনকি বিদ্যালয়ের যেকোনো জরুরি প্রয়োজনে তাদের সহায়তার হাত বাড়িয়ে দেবে। আমাদের লক্ষ্য, চলতি বছরের মধ্যে আমরা ২০+ স্কুলের ১২,০০০ শিক্ষার্থীকে এই প্রকল্পের আওতাধীন করব। সর্বোপরি, একটি নেতৃতাধীন শিক্ষার্থীগোষ্ঠী সংশ্লিষ্ট বিদ্যালয়ের যাবতীয় উন্নয়নমূলক কাজে পরিচালনা ও সহযোগীতার হাত বাড়িয়ে দেবে।
                                                                                             
     Community Of Training Access (CTA)



বিদ্যালয়ের সবচেয়ে মেধাবী,দক্ষ ও বিভিন্ন কাজে পারদর্শী শিক্ষার্থীদের নিয়ে “Community Of Training Access (CTA) “ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এই শিক্ষার্থীরা বিনামূল্যে তাদের মেধা ও দক্ষতা দিয়ে অন্যান্য শিক্ষার্থীদের বিভিন্ন কোর্স ও কনেন্ট দিয়ে শিক্ষাদান করে থাকে। যেমন- সংগঠণটি ১০ টি সফটওয়্যার কোর্স ও ১০ টি স্কিল ডেভেলপমেণ্ট কোর্স হাতে নিয়েছে,যেগুলো কি না বাস্তবায়িত হয় CTA Program এর মাধ্যমে অর্থাৎ ঐ দক্ষ শিক্ষার্থীদের মাধ্যমে।
                                                                          


   Student Fund For Education And Developement (SFED)



বাংলাদেশের সকল স্কুলে এমন কোনো না কোনো শিক্ষার্থী থাকে যারা আর্থিকভাবে অসচ্ছল,এমনকি অনেকের বই কেনার টাকাটা পর্যন্ত থাকে না। তাই এই প্রকল্পের লক্ষ্য ওইসব অসচ্ছল শিক্ষার্থীকে খুঁজে বের করে তাদের পাশে দাড়াঁনো। তাই তাদের সহযোগীতার জন্য এই প্রকল্পটি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির নিকট থেকে রিলিফ হিসেবে অর্থ জোগাড় করে থাকে।
                                                        
  Community of Science and Examination Olympiad (CSEO)




এই প্রকল্পটি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে প্রতিবছর বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রতিযোগীতা (যেমন-প্রকল্প উপস্থাপন,বিজ্ঞান অলিম্পিয়াড,বিজ্ঞানবিষয়ক বিতর্ক) ও পরীক্ষার আয়োজনের প্রস্তুতি চালাচ্ছে। এইসব অলিম্পিয়াড ও প্রতিযোগীতার বিজয়ীদের জন্য পুরষ্কার বিতরনের ব্যবস্থার লক্ষ্যে প্রকল্পটি বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানীগুলোতে স্পোসারশিপের আবেদন করছে।
                                                               
   Community Of Knowledge and Skills Marketing (CKSM)



আমরা শিক্ষার্থীদের বিভিন্ন কোর্স শিক্ষা দিয়ে থাকি এবং তাদেরকে সেই কোর্সগুলোতে দক্ষ করে গড়ে তুলি। এতেই আমরা বসে থাকি না, তাদেরকে বিভিন্ন ফ্রিল্যান্সিং কাজের পরিবেশ সৃষ্টি করে দিয়ে অর্থ উপার্জনের পথ করে দেই। যেমন- উপজেলায় আয়োজিত একটি কর্মশালায় দর্শকদের বোঝানোর জন্য একটি প্রেজেন্টশন বানিয়ে তা উপস্থাপনের প্রয়োজন। হয়তো দেখা গেল নির্দিষ্ট কিছু অর্থ-সাপেক্ষে আমরা তাদের হয়ে প্রেজেন্টেশন বানানোর কাজটি করে দিচ্ছি। আর এই প্রক্রিয়াটাকে আমরা দক্ষ জনসম্পদে রুপান্তরের প্রক্রিয়া হিসেবেই জানি,যা এই প্রকল্পটির মূললক্ষ্য। এভাবেই আমরা কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানের সফটওয়্যার ও নন-সফটওয়্যার ভিত্তিক কাজ নির্দিষ্ট কিছু অর্থসাপেক্ষে করে থাকি।
                                                               
   Organizer for Debate and Co-Curriculam Activities (ODCA)


এই প্রকল্পটি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে প্রতিবছর বিভিন্ন সহপাঠ বিষয়ক প্রতিযোগীতা (যেমন-বিতর্ক,বক্তৃতা,কুইজ) ও পরীক্ষার আয়োজনের প্রস্তুতি চালাচ্ছে। এইসব অলিম্পিয়াড ও প্রতিযোগীতার বিজয়ীদের জন্য পুরষ্কার বিতরনের ব্যবস্থার লক্ষ্যে প্রকল্পটি বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানীগুলোতে স্পোসারশিপের আবেদন করছে।



বিপিজিএইচএস ডিবেট ক্লাব নি:সন্দহে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের আমূল পরিবর্তন ও উন্নয়ন ঘটিয়েছে। সংগঠণটি চলতি বছরের মধ্যে দিনাজপুর ও তার আশে-পাশের অঞ্চলের ৪০+ স্কুলের ২০,০০০ শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে যাচ্ছে। তাই আমরা চাই, সকলের সহযোগীতায় আর্থিক ও সকল প্রকার বাধা কাটিয়ে একদিন বিপিজিএইচএস ডিবেট ক্লাবের মতো প্রতিষ্ঠান বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে উঠবে। সকলের সহযোগীতার হাতে হাত মিলিয়ে আমরা বাংলাদেশকে বিশ্বসভ্যতার এক উজ্জ্বল নক্ষত্র করতে চাই।

WhatsApp Google Map

Safety and Abuse Reporting

Thanks for being awesome!

We appreciate you contacting us. Our support will get back in touch with you soon!

Have a great day!

Are you sure you want to report abuse against this website?

Please note that your query will be processed only if we find it relevant. Rest all requests will be ignored. If you need help with the website, please login to your dashboard and connect to support