Founder and Cheif Admin (প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী)
Iftahar Ahammed Toufik
Founder and Cheif Admin
BPGHS DEBATE CLUB
iftaharahammedtoufik@gmail.com
+8801870447051(Contact Number)
ইফতেহার আহাম্মেদ তৌফিক, দিনাজপুর জেলার সনামধন্য বীরগঞ্জ উপজেলার এলাইগাওঁ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে অধ্যায়ন করছেন। শিক্ষাজীবনে তিনি কবিরাজহাট আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুল, এস.এল মিশন স্কুল,এলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইব্রাহীম মেমোরিয়াল শিক্ষা নিকেতনে অধ্যায়ন করেছেন।
লেখা-পড়ার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ও বিভিন্ন সামাজিক সংগঠনে যুক্ত থেকে সাফল্যের পরিচয় দেখিয়েছেন। তিনি বিপিজিএইচএস ডিবেট ক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমানে ক্লাবটির প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত রয়েছেন।
তিনি একজন সফল ও নিয়মিত উইকিপিডিয়া সম্পাদক। উইকিপিডিয়াতে মাত্র ৮ মাসে তার সম্পাদনা ৩০০ টির গন্ডি ছাড়িয়েছে। বিভিন্ন স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়কে উইকিপিডিয়া জগতে উপস্থাপনে তিনি সাহায্য করেছেন।
তিনি প্রায় ২০টি স্কুল ও কলেজকে উইকিপিডিয়া জগতে প্রথমবারের মতো উপস্থাপন করে একজন কমবয়সী ও সফল উইকিপিডিয়ান হিসেবে স্বাক্ষরতা অর্জন করেছেন। এছাড়াও তিনি গুগল ম্যাপস এর লোকাল গাইড হিসেবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। বিভিন্ন স্লাইড ও প্রেজেন্টেশন তৈরিতেও তাঁর দক্ষতার শেষ নেই । তিনি একজন টুগিট ফ্রিল্যান্সার হিসেবে ফ্রিল্যান্সিং জগতেও সফলভাবে পদাচারণ করেছেন।পরিচালনা করেন বিভিন্ন সামাজিক ব্লগ ও ওয়েবসাইট ।প্রশিক্ষন পেয়েছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ও গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নে "Sustainable Developement Goals (SDG)" বিষয়ের ওপর।অভিজ্ঞতা কুড়িয়েছেন ২০+ প্রোগ্রাম আয়োজন,পরিচালনা ও সঞ্চালনা করার।তারই বলিষ্ঠ নেতৃত্বে বিপিজিএইচএস ডিবেট ক্লাব ১০ টি শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের কার্যক্রম ছড়িয়েছে এবং চলতি বছরের মধ্যে আরও ৩০+ শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের সাথে যুক্ত করতে যাচ্ছে।তিনি বিতর্ক নিয়ে কাজ করা ছোট্ট একটি সংগঠনকে, খুবই অল্প সময়ের মধ্যে রুপান্তরিত করেছেন বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি বহুজাতিক সংগঠনে।